
হানাফী আলেমগণের প্রশংসায় পঞ্চমুখ হলেন ডাক্তার জাকির নায়েক
———————————————————————-
ইতোপূর্বে হানাফী মাযহাবসহ বিভিন্ন মাযহাব নিয়ে বিষোদগার করলেও অবশেষে হানাফী মাযহাবের উলামায়ে কিরামের প্রশংসায় পঞ্চমুখ হলেন ডাক্তার জাকির নায়েক। হানাফী মাযহাবের উলামায়ে কিরাম অন্য সকলের চেয়ে দালীলিক গবেষণার মাহারাত বেশী রাখেন বলে তিনি মন্তব্য করেন। তিনি হানাফী মাযহাবের বিশিষ্ট আলেম মুফতী তাকী উসমানীকে বিশ্বে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ স্কলার বলে অভিহিত করেন এবং তিনি মুফতী তাকী উসমানীকে অনুসরণ করেন বলে অকপটে স্বীকারোক্তি করেন।
সকল আহলে হাদীস, লা-মাযহাবী ও সালাফীগণ এভাবে নিজেদের ভুল বুঝে হানাফী আলেমগণের ইলমী মাহারাত ও দালীলিক অবস্থানকে বুঝবেন এবং তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করবেন–সেই আশা করি।
শুনুন ডাক্তার জাকির নায়েকের মুখে তার সেই বক্তব্য নিম্নোক্ত ইউটিউব লিঙ্কে–
আরও কিছু আর্টিকেল
তালেবান মুজাহিদদের হামলায় ১৪ মুরতাদ সৈন্য নিহত
কারাগার থেকে মুক্তি পেলেন ৪০০ তালেবান
চলে গেলেন করোনা আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী নাসিম