
জিজ্ঞাসাঃ
নখপালিশ ব্যবহার করলে উযু হবে কি-না?
জবাবঃ
উযুর মধ্যে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া ফরজ, তার একচুল পরিমাণ জায়গা শুকনা থেকে গেলে বা সেখানে পানি না পৌছলে উযু হবে না। নখপালিশ লাগানোর কারণে নখে পানি পৌছে না। অথচ নখে পানি পৌছানো ফরজ। তাই নখপালিশ লাগালে উযু ও ফরজ গোসল কিছুই হবে না । বরং, সে নাপাক থেকে যাবে এবং তার নামায, কুরআন তিলাওয়াত কিছুই জায়িয হবে না, বরং হারাম হবে।[প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ২:২৭]
ذكر الخلاف في شرح المنية في العجين واستظهر المنع لان فيه لزوجة صلابة تمنع نفوذ الماء. (رد المختار:1/143
আরও কিছু আর্টিকেল
স্বামী রাগান্বিত হলে স্ত্রীর করনীয়
ক্বাযা নামায প্রসঙ্গে জামিয়া আযহার কী বলে? আযহারীর বিরুদ্ধে অভিযোগ ও তার খণ্ডন
রাত জাগলে কী কী সমস্যা হয়? দেরিতে ঘুমালে ক্ষতি কী?